ক্রিকেটার হলেই ভালো হতো : পরীমনি

আপনি কি জানেন, পরীমনি শুধু নাচ-গান-অভিনয়ই জানেন না? ভালো ক্রিকেটও খেলেন তিনি? একটু হোঁচট খেলেন তো! ঘটনা আংশিক সত্য। ছোটবেলায় এলাকার
ছেলেমেয়েদের সঙ্গে ক্রিকেট খেলতেন আলোচিত নায়িকা পরীমনি। সম্প্রতি
‘পুড়ে যায় মন’ ছবির শুটিংয়ে পরী আবারও ক্রিকেট খেলেছেন। চলচ্চিত্রে ক্রিকেট খেলার ঘটনা কিন্তু পুরোটাই সত্যি।
আগামীকাল সোমবার, ৯ মার্চ, এডিলেড ওভালে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হবে।পরী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন
এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : বাংলাদেশ-ইংল্যান্ড কাল মুখোমুখি হচ্ছে। আপনার প্রত্যাশা কী?
উত্তর : ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। তারপরও প্রত্যাশা রাখছি আমরা জিতবই।
প্রশ্ন : আপনি কি ক্রিকেট খেলা দেখেন?
উত্তর : না। আমি কিন্তু একদম খেলা দেখি না।
প্রশ্ন : কেন?
উত্তর : অভিমান করে।
প্রশ্ন : কিসের অভিমান বলা যাবে?
উত্তর : আমি ছোটবেলায় অনেক ক্রিকেট খেলতাম। একদিন এক ছেলে মাঠে আমার সঙ্গে দুষ্টুমি করেছিল। আমি ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেছিলাম। তারপর সে আমার বাসায় অভিযোগ করে। সেই রাতে বাসার সবাই আমাকে অনেক বকা
দিয়েছিল।পরে অভিমান করে আমি ক্রিকেট খেলিনি।আর টিভিতেও খেলা দেখিনি।
প্রশ্ন : সেই ছেলেটিকে কি আপনার মনে আছে?
উত্তর : খুব ভালো করে মনে আছে।
প্রশ্ন : ছেলেটির নাম কি বলা যাবে?
উত্তর : না। আমি তাঁর নাম বলতে চাই না।
প্রশ্ন : আপনার ক্রিকেট খেলার প্রতি ঝোঁক কি একটু বেশিই ছিল?
উত্তর : হ্যাঁ। জানেন মাঝে মাঝে মনে হয় আমি নায়িকা না হয়ে ক্রিকেটার হলে ভালো হতো।
প্রশ্ন : বাংলাদেশের কোন খেলোয়াড়কে ভালো লাগে?
উত্তর : আমি খেলা না দেখলেও টিভিতে বিজ্ঞাপনে ক্রিকেট তারকাদের দেখি।মুশফিককে অনেক ভালো লাগে। তাঁর একটি বিজ্ঞাপন আমার অনেক ভালো লাগে, ঐ যে মুশফিক যে বলেন, ‘ভাইয়া বিস্কিট কি গাছে ধরে? ধরে না!’
প্রশ্ন : ফেসবুকে বাংলাদেশের জার্সি পরা আপনার ছবি দেখলাম। আবার ক্রিকেট খেলা শুরু করলেন নাকি?
উত্তর : হা-হা-হা। আবারও অনেক দিন পর ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি। আমি ‘পুড়ে যায় মন’ ছবির শুটিং করছি। সেখানে একটা দৃশ্যে আমরা কলেজের সবাই মিলে ক্রিকেট খেলি। মজার ব্যাপার হলো ছবিতে আমরা মেয়েরা খেলায় শুধু পরাজিত হই।
ছবিতে ক্রিকেটারের দৃশ্যে অভিনয় করে খুব মজা পেয়েছি।