লালনের ভাবাদর্শ সবার জানা দরকার : পরমব্রত

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার বাংলাদেশের আরেকটি নতুন ছবিতে অভিনয় শুরু করতে যাচ্ছেন পরমব্রত। ছবির নাম ‘ভুবন মাঝি’। ছবিটি পরিচালনা করছেন ফাখরুল আরেফিন। ছবিতে পরমব্রতের বিপরীতে অভিনয় করবেন অপর্না ঘোষ। ছবিটি নিয়ে পরমব্রত কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : কেমন আছেন?
উত্তর : ভালো আছি। বাংলাদেশে এসে আরো ভালো লাগছে।
প্রশ্ন : বাংলাদেশে আপনি দ্বিতীয় ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। আপনার অনুভূতি কেমন?
উত্তর : খুব ভালো। ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। আশা করছি, ‘ভুবন মাঝি’ ছবির কাজও ভালো হবে। মুক্তিযুদ্ধের পটভূমিতে ছবিটি নির্মিত হচ্ছে। তাই কাজটা নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং।
প্রশ্ন : বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত কোনো ছবি কি আপনি দেখেছেন?
উত্তর : নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ ছবিটা দেখেছি। ছবিটা দেখে মুগ্ধ হয়েছিলাম আমি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর আর কোনো ছবি আমার দেখা হয়নি।
প্রশ্ন : শুনলাম ‘ভুবন মাঝি’ ছবিতে আপনাকে একজন বাউল চরিত্রে দেখা যাবে?
উত্তর : হ্যাঁ, এখানে আমার চরিত্রের নাম নহির বাউল। লালনের ভাবাদর্শ লালন করেন তিনি। ছবিতে দেখা যাবে, দেশের প্রয়োজনে নহির বাউল মুক্তিযুদ্ধে যান। এ ধরনের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি। চরিত্রটি ফুটিয়ে তোলার যথাযথ চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি, লালনের ভাবাদর্শ সবার জানার দরকার রয়েছে।
প্রশ্ন : ছবির শুটিং করতে আবার কবে ঢাকায় আসবেন?
উত্তর : ছবির শুটিং শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। আমি ঢাকায় আসব ২ ফেব্রুয়ারি। ঢাকায় এসে শুটিংয়ের প্রস্তুতি নিতে সরাসরি কুষ্টিয়ায় চলে যাব।