আজ থেকে শুরু হচ্ছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে অভিনেত্রীর জন্মস্থান পাবনায় আয়োজন করা হয়েছে পাঁচদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধন করবেন গোলাম ফারুক খন্দকার প্রিন্স। আজ বিকেল সাড়ে ৫টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চে এই উৎসবের উদ্বোধন হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ ও পাবনার পুলিশ সুপার আলমগীর কবির। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব এস এ হক অলিক ও চলচ্চিত্র অভিনেতা নিরব।
উৎসব প্রসঙ্গে পরিচালক এস এ হক অলিক বলেন, ‘আমরা এরই মধ্যে পাবনা এসে পৌঁছেছি। সকালে থেকেই পাবনায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। সবাই মিলে কেক কেটে দিনটি শুরু হয়েছে এবং এখানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তপদী, গৃহদান, শাপমোচন, উত্তর ফাল্গুনী, হসপিটাল, হারানো সুর, সাগরিকা এই সাতটি ছবি এখানে প্রদর্শন করা হবে। আমার কাছে অনেক ভালো লাগছে চলচ্চিত্র নিয়ে এমন একটি উৎসবে আসতে পেরে।’
উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘আমি গতকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলাম। সেখানে আমার অভিনীত চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি চলছে, সেখানে দর্শকদের সঙ্গে ছবি দেখেছি। আজ পাবনায় এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে। গত বছর অনুষ্ঠানটি হয়নি কিন্তু এর আগের বছর হয়েছিল, তখন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন নায়করাজ রাজ্জাক, আর আমি সমাপনী দিনে ছিলাম। এবার উদ্বোধনী দিনে থাকতে পেরে ভালো লাগছে। আসলে বাংলা চলচ্চিত্রে বলতে উত্তম-সুচিত্রা, রাজ্জাক-কবরী তাঁদের মতো কালজয়ী শিল্পীদের সম্মানে যে কোনো অনুষ্ঠানে থাকতে পারাটাই আনন্দের।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও পাবনার জেলা প্রশাসন।