চলছে ‘সুলতানা বিবিয়ানা’র শুটিং

মজনু ডাকাতের আস্তানা। আস্তানা সেজেছে বিয়েবাড়ির সাজে। সেখানে কোনো উৎসবের আয়োজন নেই বরং মারামারি হচ্ছে। ঘটনা ঘটছে বিএফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে, আর বুঝতে নিশ্চয় বাকি নেই, এটি একটি ছবির শুটিং! মারামারির অভিনয়টা করছিলেন নায়ক বাপ্পি আর অভিনেতা অমিত হাসান। চলচ্চিত্রের নাম ‘সুলতানা বিবিয়ানা। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
পরিচালক হিমেল আশরাফ এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবিতে ঘটনাচক্রে ডাকাতদলে যোগ দেন নায়ক বাপ্পি। তাঁর বড় ভাই অমিত একসময় জানতে পারেন বাপ্পি প্রেম করছেন আঁচলের সঙ্গে। প্রেমকে সার্থক করতে তিনি নিজেই বিয়ের আয়োজন করেন। কিন্তু বিয়ের সময় তিনি জানতে পারেন যে আঁচলই অমিতের আসল শত্রু। এই নিয়ে ঝামেলায় জড়ান বাপ্পি ও অমিত। এটা ছবির শেষ ফাইট, এর মধ্য দিয়েই আমার এই ছবির শুটিং শেষ হচ্ছে আজ। বাকি অংশের শুটিং এর আগেই শেষ করেছি। একটি গানের শুটিং করার কথা ছিল, কিন্তু আমার ছবির গল্পটা অনেক বড়। যে কারণে গানটি বাদ দিতে হতে পারে। আমি এই শুটিং আজ শেষ করে এডিটিং টেবিলে দেখব, সময় থাকলে গানটি শুট করব।’
নিজের ছবি নিয়ে পরিচালক আরো বলেন, ‘আমি অনেক যত্ন করে ছবিটি বানিয়েছি। মৌলিক গল্পের একটি ছবি। লোকেশনের ক্ষেত্রে অনেক সুন্দর লোকেশন ব্যবহার করেছি। কালার দেখার মতো, মাইলের পর মাইল ফুলের ক্ষেত, সেখানেই শুটিং করেছি। কারণ আমার গল্পের উপকরণ ফুল ব্যবসায়ীর জীবনকে কেন্দ্র করে। আমি ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি দিতে চাই। আশা করি আপনাদের ঈদকে আরো রাঙিয়ে দেবে আমার এই চলচ্চিত্র।’
মজনু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন অমিত হাসান। এনটিভি অনলাইনকে অমিত বলেন, ‘আমি এই প্রথমবারের মতো ডাকাতের ভূমিকায় অভিনয় করছি। গল্পে গভীরতা আছে, যে কারণে ছবিটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করি।’
ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া ফারুক হোসেন। আর প্রযোজনা করেছেন আরশাদ আদনান। বাপ্পি, আঁচল ও অমিত হাসান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাহমুদুল ইসলাম মিঠু, মিশা সওদাগর প্রমুখ। এ ছবিতে মোট গান থাকছে পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, ন্যান্সি, আরেফিন রুমী, কলকাতার শিল্পী আকাশ সিনহা প্রমুখ।