পূজায় সুমন কল্যাণের গানের অ্যালবাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ একটি গানের অ্যালবাম প্রকাশ করেছেন। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত অ্যালবামটির নাম ‘সুইসাইড নোট’। অ্যালবামটি সুমন কল্যাণ উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
সুমন কল্যাণ বলেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখার আমি ভক্ত। তাঁর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি।’ তিনটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলোর শিরোনামগুলো হলো, ‘সুইসাইড নোট’, ‘আরো কিছু কবিতা’ এবং ‘আমি চলে গেলে’। গানগুলো লিখেছেন ইমতিয়াজ ইকরাম, সেজুল হোসেন এবং সোমেশ্বর অলি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ নিজেই।
অ্যালবামটি প্রসঙ্গে সুমন কল্যাণ আরো বলেন, ‘এটা আমার তৃতীয় একক অ্যালবাম। আমার গানের নিজস্ব একটা ধাঁচ আছে। সেই ধাঁচ বজায় রেখেই গানগুলো করেছি। গীতিকাররা খুব যত্ন নিয়ে গানগুলো লিখেছেন। আমি চেষ্টা করেছি কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সমন্বয় ঘটাতে। আশাকরি গানগুলো শ্রোতাদের মনে ধরবে।’
অ্যালবাম প্রকাশের পর সুমন কল্যাণ আরো কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।