ক্রাশকে নায়ক হিসেবে পাচ্ছেন, কে এই নায়িকা?
ছোটবেলা থেকেই নায়ক আরিফিন শুভকে ভালো লাগতো। ক্রাশ ছিলেন শুভ। সেই নায়কের সঙ্গেই নিজের দ্বিতীয় সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছেন মন্দিরা চক্রবর্তী। সিনেমা নাম ‘নীলচক্র’।
চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের ২০১২ সালের দ্বিতীয় রানার আপ হয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। এরপর থেকে নাচের অনুষ্ঠানের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন। সিনেমায় প্রথম সুযোগটা দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের তাঁর ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে। ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে শরিফুল রাজ ও মন্দিরার এই সিনেমা।
আর ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন মিঠু খান। জানুয়ারি মাস নাগাদ সিনেমাটির শ্যুটিং শুরু হবে। এর চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।
এই সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, এ ছবির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ, তিনি আমার এক সময়ের ক্রাশ ছিলেন।
এদিকে, সময়টা দারুণ যাচ্ছে আরিফিন শুভর। গেল মাসে ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে দেশের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করছেন। দর্শকের এমন ভালোবাসায় সিক্ত হতে থাকা আরিফিন শুভ ‘নীলচক্র’ সিনেমাতে যুক্ত হলেন।
তবে বরাবরের মতই পুরো কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই অভিনেতা। শুভু শুধু এটুকুই জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পারবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’
‘নীলচক্র’র ঘোষণা পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ সিনেমায় আরিফিন শুভর এবং মন্দিরা চক্রবর্তী ছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার।