বাংলাদেশে সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি ৭ ডিসেম্বর
বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’। আর এতেই সিনেমাটির জন্য খুলেছে বাংলাদেশের দুয়ার। আগামী ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দেশের সিনেমা হলে চলবে আলোড়ন ফেলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবশেষে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আজ সেন্সর পেয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও চলবে অ্যানিমেল।’
গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর অভিনীত আলোচিত এই সিনেমা। এ পর্যন্ত সিনেমাটি ৪২৫ কোটি রুপি আয় করেছে বিশ্বজুড়ে।
অ্যাকশন ও বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো অ্যানিমেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি রুপি (ভারতের মুদ্রা)। সিনেমাটিতে রণবীর বাদে আরও আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।