তোফাজ্জলকে নিয়ে বিশেষ নাটক
ভাত খাইয়ে তোফাজ্জল নামের এক বহিরাগতকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রদের একাংশ। যে অমানবিক ঘটনাটি নজর কেড়েছে প্রায় গোটা দুনিয়ার। হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নতুন খবর হলো সেই হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক। এটি পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। শিরোনাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। আফতাব নগরের বিভিন্ন লোকেশনে এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান।
তিনি বলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।’
জানা গেছে, শিগগিরই নাটকটি ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।