বিয়ে করার প্রয়োজন বোধ করেন না ডিক্যাপ্রিও
কখনো বিয়ে করত চান না বলে জানিয়েছেন ‘টাইটানিক’ খ্যাত ৫০ বছর বয়সী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ইতালিয়ান মডেল ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা।
মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রে দাবি করেছে, ডিক্যাপ্রিও নিজেকে কখনো বিবাহিত দেখতে চান না। বিয়ে করার প্রয়োজন বোধ করেন না তিনি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ডিক্যাপ্রিও ভিট্টোরিয়ার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাদের মধ্যে যা আছে তাই নিয়েই তারা খুশি। কিন্তু নিজেকে তার স্বামী হিসেবে দেখতে চান না ডিক্যাপ্রিও। এ বিষয়ে কথা বলতে ডিক্যাপ্রিও এবং ভেট্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করে পেজ সিক্স। তবে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে পরিচয় হয় ডিক্যাপ্রিও ও ভিট্টোরিয়ার। অবশ্য তারও আগে মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাস ও আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে নাম জড়ায় ডিক্যাপ্রিওর।
২০১৮ সালের জানুয়ারিতে ডিক্যাপ্রিওর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, ক্যামিলার সঙ্গে ভেঙে গেছে তার প্রেম।