রিয়েলিটি শোর জগতে অনেক জনপ্রিয় এনটিভি : আশফাক উদ্দিন
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেছেন, এনটিভি রিয়েলিটি শো’র জগতে অনেক জনপ্রিয়। এর অনেক উদাহরণ রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর রূপসী হোটেলে বিশ্বব্যাপী জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে এক সংবাদ সম্মেলনে আশফাক উদ্দিন আহমেদ এ কথা বলেন।
দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ফ্যামিলি ফিউড এর মতো গ্লোবালি প্রোগ্রাম বাংলাদেশে আসছে। আমরা অনেক আনন্দিত তাদের সাথে কাজ করবো। আমরা চাই এমন অনুষ্ঠান আরও আসুক। আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হোক। ফ্যামিলি ফিউড এর ব্যাপারে আমরা অনেক আশাবাদী।
ফ্যামিলি ফিউড বাংলাদেশের পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র জানান, যেসব রিয়েলিটি শো বাংলাদেশে নতুনভাবে এসেছে, এর বেশিরভাগই এনটিভিরই করা। আশা করি এই শোটিও এনটিভির দর্শকরা দেখবে এবং উপভোগ করবে।
বঙ্গ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহাদ মোহাম্মদ বলেন, যেসব বড় বড় শো রয়েছে সেগুলো আমরা বাংলাদেশে আনতে যাচ্ছি, আশা করি এগুলো বাংলাদেশে হিট করবে, মানুষ দেখবে। আমাদের অডিয়েন্সও এসব হাইকোয়ালিটির শো দেখতে চাচ্ছে।
বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ শুরু যাচ্ছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী ২৭ জানুয়ারি থেকে সম্প্রচার হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভিতে। প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় সম্প্রচারিত হবে বিশ্বনন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ।
বিশ্বের ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। এনটিভির প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও উপভোগ করতে পারবেন। দর্শকদের কাছে এরকম নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনুষ্ঠানটির পরিচালক ও আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ।
ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানটি মোট ২৪ পর্বে সাজানো হয়েছে। মোট তিন রাউন্ডে প্রতিটি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে।