‘পুষ্পা’ নির্মাতার সিনেমায় শাহরুখ, শুটিং কবে?

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার কাজ করতে যাচ্ছেন পুষ্পাখ্যাত পরিচালক সুকুমারের সঙ্গে। এমন গুঞ্জন উঠেছে বলিউড পাড়ায়।
‘মিড ডে’ এক বিশেষ প্রতিবেদেনে দাবি করেছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। সিনেমাটিতে শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।
একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’কে জানিয়েছে, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে।’
তবে, সিনেমাটির কাজ শুরু হতে বেশ দেরি হবে হয়তো। কারণ শাহরুখ এবং সুকুমার উভয়ই ব্যস্ত সময়সূচী নিয়ে কাজ করছেন।
‘কিং’ এবং ‘পাঠান ২’ সিনেমার শুট শেষ করে ২০২৭ সালে সিনেমাটির কাজ শুরু হতে পারে।