এখন পর্যন্ত কোনো নেগেটিভ মন্তব্য পাইনি : শিহাব শাহীন

এবার ঈদের শোবিজ যেন শিহাব শাহীনময়। চলচ্চিত্র ও ওটিটি—ঈদে দুই মাধ্যমেই ছক্কা হাকাচ্ছেন এই নির্মাতা। বড় পর্দায় ‘দাগি’, ওটিটিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’; দর্শকের সাড়ায় তিনি যেন এবার সোনায় সোহাগা।
তিনি বলেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ওটিটিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখছে দর্শক। এবারের সিজনটিও পছন্দ করেছেন তারা। এখন পর্যন্ত বেশ ইতিবাচক মন্তব্যই পেয়েছি।
সিনেমার কথা একটু আলাদা করেই বললেন। প্রেক্ষাগৃহ থেকে ‘দাগি’ কেমন প্রতিক্রিয়া পাচ্ছে, এমন প্রশ্নে শিহাব শাহীন উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘দাগি’ থেকে দুর্দান্ত, অভূতপূর্ব, অদ্ভুত সাড়া পাচ্ছি। যতটা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। আগামী রবিবার পর্যন্ত টিকিট নেই, সব শো হাউজফুল যাচ্ছে। এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য পাইনি। আগেই বলেছিলাম, গল্পই হচ্ছে আমার সিনেমার তারকা আর অভিনয়শিল্পীরা আমার শক্তি। সিনেমা রিলিজের পর দর্শকেরাও সেটা অনুভব করতে পেরেছেন।
তিনি আরো বললেন, আমি যেটা দেখাতে চেয়েছি এবং গল্পের শেষটা দর্শক বুঝতে পারবে কি না একটু কনফিউজড ছিলাম। কিন্তু দর্শক সেটা বুঝতে পেরেছেন। এখানেই আমি তৃপ্ত। এখন পর্যন্ত দাগি আমার ক্যারিয়ারের সেরা কাজ, নির্মাণ বলে মনে করি। এটার কারণ, আমি আমার নির্মাণে কোনো কমতি রাখিনি আর এর বাইরে পুরো ক্রেডিট আমার টিমের। আমার ছবিতে আফরান নিশো ছাড়া কোনো তারকা নেই। এই ছবিটি নিশো ছাড়া হতো কি না, কিংবা করতে পারতাম কি না জানি না, তবে এই টিমে যারা কাজ করেছেন সিনেমাটোগ্রাফার, সংগীত পরিচালক, কস্টিউম ডিজাইনার, প্রোডাকশন ডিজাইনার, সম্পাদনা কারিগরসহ আরো যারা আছেন তাদেরকে ছাড়া একটা দাগি নির্মাণ করতে পারতাম না।
এদিকে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল মুক্তির দুইদিন পরই ‘দাগি’কে সুপারহিট বলে ঘোষণা করেছেন। যা নিয়ে অন্তর্জালে চলছে আলোচনা-সমালোচনা। এত অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েও কিভাবে দুই দিনেই সিনেমা সুপারহিট হয়ে যায়? এ বিষয়ে শিহাব শাহীন বলেন, এটা প্রযোজক ভালো বলতে পারবেন। যেহেতু এই বিষয়ে তার অভিজ্ঞতা আছে, তার আগের সিনেমাগুলোও সুপারহিট হয়েছে সেদিক থেকে ব্যবসার নিরিখে হয়তো তিনি সেটা বলেছেন। হতে পারে প্রযোজকের ঘরে লগ্নির টাকা চলে এসেছে। সেটা সে ভালো বলতে পারবে। আমার কাজ নির্মাণ করা, আমি শুধু সেদিকটাতেই ফোকাস রাখি।
ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ২০১৫ সালে আরিফিন শুভকে নিয়ে ‘ছুঁয়ে দিলে মন’ নির্মাণ করে দর্শকের মন জয় করেছিলেন। ‘দাগি’-তে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজ্জামান সেলিম, মনোজ প্রামাণিক, প্রীতি আলভি প্রমুখ।