শহরজুড়ে বৈশাখী কনসার্টসহ যতো আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে আজ রাজধানীসহ দেশব্যাপী রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। রয়েছে কনসার্ট ও মঞ্চনাটকের প্রদর্শনী।
মানিক মিয়া এভিনিউ
নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত হবে ‘ড্রোন শো ও কনসার্ট’। এতে পারফর্ম করবে অ্যাশেজসহ বেশকিছু ব্যান্ড এবং একক শিল্পী হিসেবে থাকছেন জাহিদ নিরব, সাগর দেওয়ান, ইসলাম উদ্দিন পালাকার, পারসা, আতিয়া আনিসা, পিংকি, আহমেদ সানি, মিঠুন চক্র, রাকিব, উস্তাদ আরোজ আলী প্রমুখ।
এই ড্রোন শো ও কনসার্ট আয়োজনে কারিগরি সহায়তায় যুক্ত রয়েছে চীনা দূতাবাস। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জানা যায়, মানিক মিয়া এভিনিউয়ের এই কনসার্ট চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
পহেলা বৈশাখ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একটি কনসার্টের আয়োজন রয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির মাঠে বিকেল ৪টায় এ আয়োজন শুরু হবে। এটি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
এই কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। পাশাপাশি রয়েছে ‘চান্দের গাড়ি’, ‘মেটাল ইরর’সহ বিশ্ববিদ্যালয়টির ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে ‘কিম্ভূত’, ‘কোমল গান্ধার’, ‘অফসাইড’সহ একাধিক একক শিল্পীর পরিবেশনা। কনসার্টে সহযোগী হিসেবে রয়েছে এয়ারটেল।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বর্তমান ও সাবেক), শিক্ষক ও কর্মচারীদের জন্য কনসার্টটি উন্মুক্ত থাকবে। তবে বাইরের ব্যক্তিদের জন্য প্রবেশ নিষিদ্ধ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আর্কিটেকচার ডিপার্টমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। ‘ভিটে বাড়ির বৈশাখ ১৪৩২’ শিরোনামের এই আয়োজনে পারফর্ম করবে ব্যান্ড আভাস। কনসার্টটি আজ সোমবার রাত ৯টায় শুরু হবে। তবে এটি শুধুমাত্র বুয়েটিয়ানদের জন্য।
মঞ্চ নাটক
পহেলা বৈশাখে মিরপুর ১১ নম্বরে অবস্থিত ঋদ্ধি গ্যালারিতে মঞ্চায়িত হবে ‘তুম্বা ও প্রতিবেশী’ নামের একটি মঞ্চ নাটক। এটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চায়ন হবে।
রাজধানীর নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে রয়েছে নাট্যদল প্রাঙ্গণেমোরের প্রযোজনা ‘শেষের কবিতা’। আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে এটি।
এর আগে ‘তৌহিদী জনতা’র একটি চিঠির প্রেক্ষিতে শেষের কবিতা নাটকটির প্রদর্শনী বাতিল করেছিল মহিলা সমিতি কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনের সহায়তায় নাটকটি মঞ্চায়িত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ওই নূতনের কেতন ওড়ে
বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’ পরিবেশিত হবে সকাল ১০টা থেকে দিনব্যাপী চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, পুঁথিপাঠ, গম্ভীরা ও নাটিকা।