মধুমিতার বিয়ে ডিসেম্বরে

২০২৪ সালের অক্টোবরেই প্রথমবার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন অভিনেত্রী মধুমিতা সরকার। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে গ্ল্যামার দুনিয়ার তেমন সম্পর্ক না থাকলেও, সামাজিক মাধ্যমে প্রেমের মুহূর্তগুলো ভাগ করে নিতে কখনও কার্পণ্য করেননি মধুমিতা।
কখনও পোষ্যের সঙ্গে সময় কাটানো, কখনও পাহাড়ে একান্ত যাপন— ভালোবাসায় মাখামাখি এই জুটির বিয়ে নিয়ে গুঞ্জন চলছেই।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার সূত্র বলছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা। সম্ভাব্য তারিখ ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর বৌভাত।
যদিও এ নিয়ে অভিনেত্রী এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি।
বেশ কিছু সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিয়ের আগে নিজের জন্য একটু সময় চান। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই বিয়ের শাড়ি-গয়না চূড়ান্ত। তবে তারিখ প্রকাশে অনীহা বজায় রেখেছেন এখনো।
প্রেমের শুরুতে মহাষ্টমীর সকালেই দেবমাল্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেছিলেন মধুমিতা। লিখেছিলেন, ‘নতুন শুরু’।
বর্তমানে ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিতে চাইছেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ খ্যাত এই অভিনেত্রী।
বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় মধুমিতা সরকার। সেটার কারণ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের কারণে।