‘ময়না’য় দুলবে প্রেম আর পার্টি

‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’—শ্রোতারা যাদের নাম শুনলেই নাচতে ইচ্ছা করে, সেই তালিকায় এবার যোগ হতে চলেছে নতুন নাম—‘ময়না’।
গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’–এর প্রথম গান হিসেবে ২৪ জুলাই ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘ময়না’। কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর–সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।
গানটি নিয়ে আসিফ ইকবাল বলেন, ‘আমি সাধারণত রোমান্টিক বা সিরিয়াস কথা লিখি। এই প্রথম এমন পার্টি টাইপ গান লিখলাম। জানি না কেমন হয়েছে, তবে আকাশ অসাধারণ সুর করেছে। কোনাল ও নিলয়ও দারুণ গেয়েছে।’ গীতিকারের মতে, এটি ‘বাংলাদেশের প্রথম লাভবার্ড সং’।
শ্রোতাপ্রিয় ‘ও প্রিয়তমা’–র মতো গান করা এই ত্রয়ী এবার ‘ময়না’ নিয়েও আশাবাদী। কোনাল বলেন, ‘গানটির কথা ও সুর দুইই প্রাণবন্ত। আমাদের পুরোনো দলটাই আবার ফিরেছে, শ্রোতারা ভালোবাসবেন বলেই বিশ্বাস।’
সুরকার আকাশ সেন বলছেন, ‘ময়না’ একদম পারফেক্ট ড্যান্স নাম্বার। কিচ্ছু অতিরিক্ত নয়, আবার শ্রোতাকে নাচাতে যথেষ্ট। গানটি প্রকাশ পেলেই সবাই বুঝবেন, এটা আলাদা কেন।’
নিলয় ডি রকস্টারও গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। বললেন, ‘আসিফ ভাইয়ের কথার মধ্যেই এমন এক ছন্দ থাকে, যে শুনলেই গা দুলে ওঠে। গানটি যে মুখে মুখে ফিরবে, সে বিশ্বাস নিয়েই গেয়েছি।’