‘হেভি মেটালের গডফাদার’ কিংবদন্তি ওজি অসবর্ন আর নেই

হেভি মেটালের এক যুগের অবসান। কিংবদন্তি গায়ক, ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রাণ, ‘গডফাদার অব হেভি মেটাল’ ওজি অসবর্ন আর নেই। ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওজি পরিবারের সান্নিধ্যে ও ভালোবাসায় আবদ্ধ হয়ে আমাদের ছেড়ে গেছেন। এই সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’
জন মাইকেল অসবর্ন—এটাই ছিল তার পুরো নাম। জন্ম ১৯৪৮ সালে, ইংল্যান্ডের বার্মিংহামে, এক শ্রমজীবী পরিবারে। স্কুল ছাড়তে হয়েছিল ১৫ বছর বয়সেই, শরীর ভালো ছিল না। পরে চুরির দায়ে কারাগারও গিয়েছিলেন।
তবে ভাগ্য বদলায় ১৯৭০-এর দশকে। হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর প্রধান ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’, ‘সাবাথ ব্লাডি সাবাথ’—গানগুলো শুধু তাকে নয়, বদলে দেয় গোটা ব্যান্ডের পরিচয়। বিশ্বজুড়ে তারা হয়ে ওঠে এক নতুন ধারার পথপ্রদর্শক।
তবে বিতর্কও পিছু ছাড়েনি। ১৯৮২ সালে এক কনসার্টে স্টেজে একটি বাদুড়ের মাথা কামড়ে ধরেন ওজি। তুমুল সমালোচনা হয়। পরে বলেন, ‘আমি ভেবেছিলাম ওটা খেলনা।’
বছর ঘুরে গেছে, জীবনধারাও পাল্টেছে। তবে মঞ্চের প্রতি ভালোবাসা অটুট ছিল। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে বার্মিংহামে অংশ নিয়েছিলেন জীবনের শেষ কনসার্টে। বলেছিলেন, ‘এটাই শেষ গান। তোমাদের ভালোবাসা আমাদের অভূতপূর্ব জীবনযাপন করতে সাহায্য করেছে। অন্তর থেকে ধন্যবাদ।’
চলে গেলেন ওজি। রেখে গেলেন এক যুগের ধাতব ধ্বনি, বিদ্রোহ, বিতর্ক আর ভালোবাসার গান।