শর্ত সাপেক্ষে উত্তরায় শুটিং বন্ধের নির্দেশনা প্রত্যাহার

ঢাকার উত্তরা সেক্টর–৪ যেন হঠাৎ করেই হয়ে উঠেছিল ‘নো শুটিং জোন’। কল্যাণ সমিতির পক্ষ থেকে হাউস মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল—শুটিং করলে আর ভাড়া নয়!
২০ জুলাইয়ের সেই চিঠি ঘিরে নড়ে চড়ে বসেন নির্মাতা, শিল্পী ও হাউস মালিকরা। শুধু নোটিশ দিয়েই ক্ষান্ত হয়নি সমিতি, তুলে ধরেছিল জনসমাগম, যান চলাচল এবং এলাকাবাসীর দুর্ভোগের অভিযোগও।
তবে এতদিনের ডামাডোল শেষে আজ শনিবার বিকেলেই বিষয়টির মীমাংসা হয়েছে। দুই পক্ষ বসবে আলোচনায়, নিশ্চিত করেছেন কল্যাণ সমিতি এবং শুটিং হাউস মালিকদের সংগঠনের দায়িত্বশীলরা।
কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘আমরা কারও ক্ষতি করতে চাই না। নিয়মের মধ্যে থাকলে কাজ করতেও সুবিধা হয়, এলাকাও সুরক্ষিত থাকে। শর্ত সাপেক্ষে শুটিং বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। ’
উত্তরা সেক্টর–৪–এ স্থায়ীভাবে তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী–৪, লাবণী–৫ ও আপন ঘর–২। আছে একটি টিভি চ্যানেলের স্টুডিওও, যদিও সেটা বেশিরভাগ সময় বন্ধই থাকে।