ওটিটিতে ‘এশা মার্ডার’

ঈদুল আজহায় মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ‘এশা মার্ডার: কর্মফল’। আজমেরী হক বাঁধনের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সিনেমাবোদ্ধারাও। তবে যারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি, তাঁদের জন্য এবার সুখবর।
৩১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রথমে ২৪ জুলাই মুক্তির পরিকল্পনা থাকলেও রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে তা পিছিয়ে যায়। এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে সিনেমাটি পৌঁছাতে যাচ্ছে দেশের ঘরে ঘরে।
সানী সানোয়ার নির্মিত এই থ্রিলারে একের পর এক তিনজন নারী খুনের তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। সব হত্যাকাণ্ড ঘটেছে ভালোবাসা দিবসের পর, প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে ধর্ষণের নির্মমতা। রহস্যময় সেই খুনি কে? আর ধর্ষকই বা কে?
এই লিনা চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। পুলিশের ভূমিকায় এটাই তাঁর প্রথম কাজ।
এক সাক্ষাৎকারে বাঁধন বলেছিলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি। আর এটি এমন একটি চরিত্র, যেটা যে কোনও অভিনেত্রী করতে চাইবে। কোনও মেয়ে চরিত্র প্রোটাগনিস্ট—এমনটা আমাদের দেশে হয় না বললেই চলে। সাধারণ দর্শক তো বটেই, আমি দেশের সব পুলিশকে এই সিনেমাটি দেখার অনুরোধ করছি।’
‘এশা মার্ডার: কর্মফল’-এ আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ ও পূজা ক্রুজ।