‘ময়না’য় বাজল উল্লাসের ঢোল

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর যাত্রা শুরু হলো ‘ময়না’ দিয়ে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। নাচে-গানে জমজমাট এই মিউজিক ভিডিওতে এককভাবে পারফর্ম করে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।
সিনেমার গানের বাইরে এই প্রথম কোনো একক গানে বুবলীকে দেখা গেল পারফর্ম করতে। বড় বাজেট, ফিল্মি সেট আর পার্টি মুডের আয়োজনে নির্মিত গানটি প্রকাশের পরই দর্শক-শ্রোতার দৃষ্টি কেড়েছে। বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার, কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনায় আকাশ সেন। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু, নৃত্য পরিচালনায় ছিলেন খালেদ মাহমুদ।
বুবলী বলেন, ‘এ ধরনের স্টেজ পারফর্ম টাইপের গান আমার দরকার ছিল। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করে।’
শরাফ আহমেদ জীবন বলেন, ‘গানে একদম নতুন এক জীবনকে দেখতে পাবেন।’
কোনাল বলেন, ‘গানটি গাওয়ার সময়েই বুঝেছিলাম, দর্শকদের নাড়া দেবে।’
‘ময়না’ দিয়ে ‘গানচিল অরিজিনালস’-এর যাত্রা শুরু করলেন আসিফ ইকবাল। জানালেন, ‘বাংলা গানের ঘরানাকে আধুনিক রূপেই তুলে ধরতে চাই।’