৩ বছর ঘুরেছে উৎসবে, অবশেষে দেশের হলে জয়ার সিনেমা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’ অবশেষে বড় পর্দায় আসছে। তিন বছরের অপেক্ষার পর আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। এর আগে ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে হলসংক্রান্ত জটিলতা ও পূজার আমেজকে সামনে রেখে তারিখ এক সপ্তাহ পিছিয়ে যায়।
বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া। গত ৭ সেপ্টেম্বর তিনি গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে যোগ দেন। সপ্তাহ শেষে ঢাকায় ফিরেই সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটি সমাজের প্রান্তিক মানুষের গল্প। জয়ার ভাষায়—‘সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী চরিত্র আছে, তারই একজন হয়ে দাঁড়ানো ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’
সিনেমাটি ইতিমধ্যেই ঘুরেছে একাধিক উৎসবে। ইরানের ফজর উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে, ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী প্রদর্শনী ছিল এটি। ভারতের গোয়া উৎসবেও প্রশংসিত হয়েছে। এবার বিদেশের হাততালির পর সিনেমাটি আসছে দেশের দর্শকের সামনে।
প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, ‘‘‘ফেরেশতে’’ প্রান্তিক মানুষের গল্প বলেছে, যা সাধারণত আলোচনায় আসে না। বিদেশে প্রশংসা পেয়েছি, এবার আশা করছি দেশীয় দর্শকও আপন করে নেবেন।’
জয়া ও সুমন ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, সহ-প্রযোজক ছিলেন জয়া আহসান।