‘অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা?’

অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে ধর্মীয় কনটেন্টে মনোনিবেশ করেছেন তামিম মৃধা। সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন এবং সেই সময়ের ছবি ফেসবুকে শেয়ার করেছেন।
মঙ্গলবার বিকেলে ফেসবুকে পবিত্র কাবাঘরের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে তিনি লিখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক। সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন, আমিন।”
তার এই গভীর অনুভূতি শত শত ভক্তের হৃদয় স্পর্শ করেছে। প্রায় ৬ হাজার মন্তব্যে অনেকে তার অভিজ্ঞতার সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং তার পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে তামিমকে ঘিরে শোনা গেছে, তিনি অভিনয় ও মিডিয়া ছেড়ে দিচ্ছেন। তবে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, “আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। মন মতো স্ক্রিপ্ট না আসায় অভিনয় কম করেছি। তবে ভালো প্রজেক্ট পেলে অবশ্যই কাজ করবো।” তিনি আরও জানান, তার ভাইয়ের আবেগঘন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল।
অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও তামিম ধর্মীয় কনটেন্টে মনোযোগী। তিনি চালু করেছেন ‘দ্য মেসেজ পডকাস্ট’, যেখানে ইসলাম নিয়ে তরুণদের ভুল ধারণা ভাঙার চেষ্টা করছেন।
ক্যারিয়ারের শুরুতে গান দিয়ে পরিচিতি পাওয়া তামিম পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন। তিনি কাজ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমি প্রমুখ নির্মাতার নাটকে এবং টিভিসি ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও ছিলেন নিয়মিত।