২৫০ কোটির ‘ওজি’ ৩ দিনে আয় করেছে ২০০ কোটি?

পবন কল্যাণের নতুন সিনেমা ‘দে কল হিম ওজি’ মুক্তির মাত্র তিন দিনে বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমার প্রথম তিন দিনের আয় পৌঁছেছে ২০০ কোটি রূপি, যা এই অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বড় আয়ের সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
সুজিত পরিচালিত সিনেমাটি ২৫ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমায় পবন কল্যাণ ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাশমি, প্রিয়াঙ্কা অরুল মোহন, প্রকাশ রাজ, অর্জুন দাস ও শ্রিয়া রেড্ডি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ‘দে কল হিম ওজি’ মুক্তির প্রথম দিনে ভারতের বক্স অফিসে আয় করেছে ৬৩.৭৫ কোটি রূপি, যেখানে প্রি-বুকিং থেকে এসেছে প্রায় ২০ কোটি। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়িয়েছে ১৮.৫ কোটি রূপি, এবং তৃতীয় দিনে আবার ১৮.৫ কোটি রূপি আয় করেছে। এই তিন দিনে ভারতের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২২ কোটি রূপি, আর দেশের বাইরে থেকে সিনেমার আয় এসেছে ৭৮ কোটি রূপি, যার ফলে বিশ্বব্যাপী আয় তিন দিনে পৌঁছেছে ২০০ কোটি রূপি। অর্থাৎ প্রথম দিনের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দিনের আয়ের পার্থক্য লক্ষ্যযোগ্য হলেও, দর্শক আগ্রহে সিনেমাটি অব্যাহত সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে।
কইমই ও ফিল্মিবিট এর প্রতিবেদন মতে, ‘দে কল হিম ওজি’সিনেমার আনুমানিক বাজেট ২৫০ কোটি রুপি। প্রধান চরিত্রে অভিনয় করা পবন কল্যাণ পারিশ্রমিক হিসেবে ৮০-১০০ কোটি রুপি নিয়েছেন। পরিচালক সুজিত ৬ থেকে ৮ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। প্রথমবার তেলুগু সিনেমায় অভিনয় করা ইমরান হাশমি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, দর্শক উন্মাদনার কারণে সিনেমাটি আগামী সপ্তাহেও বক্স অফিস রেকর্ড আরও বাড়াতে পারে।