একদিন পরপর ত্বকে হলুদ ব্যবহার করুন, এরপর দেখুন...
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/11/19/turmeric.jpg)
স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সমাধানে হলুদের ব্যবহার বহুকাল ধরেই হয়ে আসছে। হলুদের মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো ত্বককে উজ্জ্বল করতে কাজ করে।
জানেন কি, ব্রণের কালো দাগ দূর করতে হলুদ একটি চমৎকার ঘরোয়া উপাদান? নিয়মিত হলুদ ব্যবহারে ত্বকের পিগমেন্টেশন দূর হয়।
ব্রণের দাগ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এই দাগ দূর করতে সহজেই ব্যবহার করতে পারেন হলুদের মাস্ক। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
ব্রণের কালো দাগ দূর করতে কীভাবে ব্যবহার করবেন হলুদ?
যা লাগবে
১. এক থেকে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া
২. এক চা চামচ লেবুর রস
যেভাবে ব্যবহার করবেন
১. হলুদের গুঁড়া ও লেবুর রস একত্রে মেশান।
২. সম্পূর্ণ মুখে এই মাস্ক ব্যবহার করুন।
৩. ৩০ মিনিট এভাবে রেখে দিন।
৪. এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
একদিন পরপর এই মাস্ক ব্যবহার করুন। হাতকে হলুদ করতে না চাইলে মাস্কটি মুখে মাখার সময় গ্লাভস পরে নিন।