চোখের নিচে কালো দাগ দূর করবে এ দুটি উপাদন!
চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল কেন হয়? ঘুম কম হলে তো বটেই এ ছাড়া অন্যান্য কারণেও এ সমস্যা হয়।
অনেকেরই চোখে জন্মগতভাবে কালো দাগ থাকে। এর বাইরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাঢ় হতে পারে চোখের নিচের ত্বকের রং। পাতলা ত্বকের নিচে রক্তের কৈশিক জালিকার কারণে একটা কালোভাব চলে আসে। আবার পুষ্টিহীনতা বা বার্ধক্যের কারণে চোখ গর্তের ভেতর ঢুকে গেলেও মনে হয় কালো দাগ পড়েছে চোখের নিচে। চোখের নিচে কালো দাগ দূর করার উপায় বাতলে দিয়েছেন সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভিন।
দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম আফরোজা পারভিন। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’রসহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
উপাদান
১. আলু কুচি
২. শসা কুচি
যেভাবে তৈরি করবেন
আলু ও শসা ধুয়ে নিয়ে কুচি করবেন এবং পানিটা ফেলবেন না। একটি পাত্রের মধ্যে দুই চা চামচ আলু ও দুই চা চামচ শসা কুচি নিন। এবার উপাদানগুলো ভালোভাবে মেশান। প্যাকটি গোল করে চোখের পাতার ওপরে দিয়ে রাখতে হবে। এটি চোখে ২০ মিনিট রেখে দিন।