দাড়ি বড় করতে উপকারী তিন তেল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/11/08/beard.jpg)
ছবি : সংগৃহীত
আপনি কি দাড়ি রাখতে চান? তাহলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। দাড়ি দ্রুত বড় করতে যত্ন প্রয়োজন। আর সেই যত্নের ক্ষেত্রে তেল একটি বড় ভূমিকা পালন করে।
দাড়ি দ্রুত বড় করতে কিছু প্রয়োজনীয় তেলের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. জোজোবা তেল
কেবল দাড়ি বড় করতে নয়, ত্বকের চুলকানি ও খসখসে ভাব দূর করতে এ তেলের জুড়ি নেই। জোজোবা তেলের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি দাড়ির নিচের ত্বকেও ভালো রাখতে কাজ করে।
২. অ্যাভাকেডো তেল
অ্যাভাকেডোর তেল দাড়ি ও ত্বকের জন্য খুব ভালো। এটি ত্বককে আর্দ্র রাখে। আর ত্বকই তো দাড়ির ভিত্তি। অ্যাভাকেডো তেলের মধ্যে রয়েছে বেশি পরিমাণ অ্যামাইনো এসিড ও প্রোটিন। এটি দাড়িকে মসৃণ করে। এ ছাড়া এটি দাড়ির চুলকানি কমাতেও কাজ করে।
এই তেলের মধ্যে আরো রয়েছে লিনোলেইক এসিড। এটি দাড়ির ফলিকলকে উদ্দীপ্ত করে দাড়ি গজানোর জন্য।
৩. সূর্যমুখির তেল
সূর্যমুখির তেলের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি ও ই। আসলে সূর্যমুখির তেলের মধ্যে রয়েছে দাড়ি স্বাস্থ্যকর রাখার সব উপাদান। এর মধ্যে থাকে লিনোলেইক এসিড। এটি দাড়ির বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়াও এটি দাড়িকে আর্দ্র রাখে।