প্রেমের জন্য অনন্য যে ৪ রাশির জাতক

ভালোবাসা কেবল আবেগ নয়, সারা জীবনের অভিজ্ঞতাও। বন্ধন, সমঝোতা ও বোঝাপড়ার ভেতর দিয়ে দুজন মানুষ একসঙ্গে এগিয়ে চলে।
অনেক সময় বন্ধন টিকিয়ে রাখতে একটি দম্পতিকে বেশ চড়াই-উতড়াইও পার করতে হয়। সন্দেহ, ভয়, অপরিপক্ব আচরণ সম্পর্কের গভীরতা নষ্ট করে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশি রয়েছে যারা প্রেমের জন্য বেশ সৌভাগ্যবান, আর প্রেমিক বা প্রেমিকা হিসেবেও অতুলনীয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে রাশিরগুলোর নাম।
- কর্কট
বিশ্ব একটি রঙ্গমঞ্চ, আর আমরা এখানে প্রতিনিয়ত অভিনয় করে চলছি—প্রবাদটি নিশ্চয়ই জানা আছে। মজার বিষয় হলো, নাটকীয় এ বিশ্বে কর্কট রাশির মানুষ আবেগীভাবে বেশ শক্তিশালী। তাঁরা সঙ্গীদের ছোট ছোট বিষয়গুলোর প্রতিও সচেতন থাকে। এই সহমর্মীপূর্ণ আচরণের জন্য তাঁরা চমৎকার সঙ্গী হয়। তবে কর্কট রাশির মানুষের সঙ্গে প্রেম করার ক্ষেত্রে আপনাকে একটু আদুরে হতে হবে। এ রাশির মানুষ ভালোবাসার ক্ষেত্রে সৌভাগ্যের অধিকারী।
- বৃষ
বৃষ রাশির মানুষ সাধারণত ধৈর্যশীল ও সহজ প্রকৃতির হয়। ভালোবাসার মামলায় তাঁরা বেশ একনিষ্ট ও প্রতিজ্ঞাবদ্ধ। বৃষ নিয়ন্ত্রিত হয় ভেনাস গ্রহ দিয়ে। ভেনাস ভালোবাসা ও সৌন্দর্যের দেবী। বৃষ ভালোবাসার সীদ্ধান্ত নিলে সবটা দিয়ে সেটি ধরে রাখার চেষ্টা করে।
- মীন
আবেগপ্রবণ মানুষ হিসেবে মীন পরিচিত। এ রাশির মানুষ ভালোবাসার ক্ষেত্রে গভীর ও দয়াশীল। ইনটুইশন একটু বেশি থাকার কারণে এদের ঠকানো কঠিন। জ্যোতিষশাস্ত্র মতে, এরা ভালোবাসার ক্ষেত্রে বেশ নিঃস্বার্থ হয়।
- কন্যা
স্থিতিপূর্ণ প্রকৃতির কন্যা অন্য লিঙ্গের মানুষকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। এমনিতে তাঁরা হালকা ধাঁচের সম্পর্ক করতে পছন্দ করে। তবে সময় ও সুযোগ দিলে তারা চমৎকার সঙ্গী হতে পারে।