বৈশাখে আসছে বিপ্লব সাহার ফ্যাশন ভিডিও

পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ফ্যাশন হাউস বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার ফ্যাশন ভিডিও। ব্যতিক্রমী ও ব্যয়বহুল এ ফ্যাশন ভিডিওর গানে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা ও কণ্ঠশিল্পী ঐশী। গানের শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’।
বিপ্লব সাহা বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ ২৫ বছর ধরে দেশের ইতিহাস-ঐতিহ্যকে ফ্যাশনের ভাবনায় তুলে ধরেছি নিরলসভাবে। পেয়েছি ফ্যাশনপ্রেমীদের অফুরান ভালোবাসা। সেই প্রেরণায় ফ্যাশন ডিজাইনের পাশাপাশি শখের বসে গান করে থাকি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যোহরা ঐশীকে নিয়ে দুজন মিলে কণ্ঠ দিয়েছি ভিন্ন রকম ফ্যাশন ভিডিওতে।’

জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ফ্যাশন ভিডিওতে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নাবিলা, নিরবসহ প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ও র্যাম্প মডেল। গাজীপুরের একটি লোকেশনে হয়েছে চিত্রায়ণ। আর এ জন্য বানানো হয়েছে ব্যয়বহুল সেট।
ফ্যাশন ভিডিও প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘ফ্যাশন ভিডিওটি মূলত আমাদের লোকজ সব অতীতকে নিয়ে। হারিয়ে যাওয়া খেলা, হারিয়ে যাওয়া উৎসব, আনন্দ, সময় নিয়ে লেখা গানটির কথার মাঝেই হারিয়ে যেতে ইচ্ছে হয় সেই সোনালি অতীতে, অনেক কিছু ফিরে পাওয়ার উপলব্ধি জাগে প্রাণের মাঝে। ফ্যাশন ভিডিওটির প্রতিটি অংশে স্মৃতিচারণা আছে সোনালি অতীতের। ভিডিওটি তৈরি করতে গিয়ে অন্যরকম এক ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছি বার বার। ফিরে গিয়েছি সেই গোল্লাছুট, বউচি, রুমাল চুরি, দাঁড়িয়াবান্ধা খেলার মাঠে।’
পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্বরঙের ইউটিউব চ্যানেল Biplob Saha এবং BISHWORANG ENTERTAINMENT-এ ফ্যাশন ভিডিওটা প্রকাশ করা হবে।