ব্রণ দূর হচ্ছে না? ব্যবহার করুন এই ফেস মাস্কগুলো
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/06/29/fa.jpg)
সবার ত্বকের ধরন এক নয়। কারো ত্বক শুষ্ক, কারো তৈলাক্ত, আবার কারো স্বাভাবিক। তাই ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া জরুরি।
কম-বেশি প্রত্যেক নারীই ত্বকের যত্ন নেন, কিন্তু তার পরেও মুখে পিম্পল ও ব্রণ দেখা দেয়। ব্রণ হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন স্ট্রেস, ব্যাকটেরিয়া ইনফেকশন, হরমোনাল চেঞ্জ ও অ্যালার্জি। আর ব্রণ থেকে মুক্তি পাওয়া এতটা সহজও নয়।
স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু ফেস মাস্ক রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিই, বাড়িতে থেকে কোন ফেস মাস্কগুলো ব্যবহার করা যেতে পারে।
শসা ও ওটমিল ফেস মাস্ক
এই মিশ্রণের জন্য খোসা ছাড়ানো শসা, দুই চামচ ওটমিল এবং এবং চামচ মধু নিন। ফেস মাস্ক তৈরি করতে শসা ব্লেন্ড করে তাতে ওটমিল দিন। ভালো করে মিশিয়ে এতে এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখ ও গলায় লাগান এবং ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো ও ভিটামিন ই ফেস মাস্ক
একটি অ্যাভোকাডো, এক চামচ ভিটামিন ই তেল প্রয়োজন। প্রথমে একটি বাটিতে অ্যাভোকাডোর শাঁস বের করে নিয়ে তা ভালোভাবে ম্যাশ করুন। এতে এক চামচ ভিটামিন ই তেল মেশান। মাস্ক লাগানোর আগে ক্লিনজার দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখে লাগান। ১৫-২০ মিনিট এটি মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
টমেটোর রস ও অ্যালোভেরা ফেস মাস্ক
এই মাস্কটি তৈরি করতে একটি পাত্রে তিন চামচ টমেটোর রস নিন। এতে দুই চামচ অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ২০-৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।