সকালের সুন্দর ত্বকের জন্য রাতের ফেস প্যাক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/14/photo-1439542261.jpg)
নিয়মিত ফেস প্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত। রাতে ঘুমানোর আগে ফেস প্যাক লাগালে পরের দিন সকালে ত্বক সতেজ ও সুন্দর হয়। ক্লান্তির ভাব দূর হয়ে ত্বক টানটান হয় এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না। রাতে ব্যবহারের জন্য কয়েকটি ফেস প্যাকের পরামর্শ দিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। সকালের স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আপনি চাইলে রাতে এই প্যাকগুলো ব্যবহার করতে পারেন।
গ্লিসারিন, লেবুর রস ও গোলাপজল
এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও মসৃণ হবে।
শসা ও ওটমিল
প্রথমে মুখ ধুয়ে নিয়ে ওটমিল দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এটি স্ক্রাবারের কাজ করে। এবার পানি দিয়ে মুখ ধুয়ে স্লাইস করা ঠান্ডা শসার টুকরা মুখে ঘষে নিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হবে।
মিল্ক ক্রিম ও গোলাপজল
মিল্ক ক্রিম ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ মিল্ক ক্রিমের সঙ্গে এক চা চামচ গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এবার ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ভিটামিন-ই ক্যাপসুল ও গোলাপজল
দুটি ভিটামিন-ই ক্যাপসুলের সঙ্গে এক চা চামচ গোলাপজল মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে ম্যাসাজ করুন। এতে ত্বক টানটান হবে এবং বয়সের ছাপ দূর হবে।
ডিমের সাদা অংশ ও টক দই
একটি ডিমের সাদা অংশ এবং দুই টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
অ্যালোভেরা ও অলিভ অয়েল
এক টেবিল চামচ অ্যালোভেরার রসের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে ভালোভাবে ম্যাসাজ করুন। এভাবে ম্যাসাজ করে সারা রাত রেখে দিতে পারেন। এতে ত্বকের লাবণ্যতা ফিরে আসবে।
টক দই ও বেসন
এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ বেসন মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের মরা কোষ দূর হবে।