বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে দিতে পারেন স্মৃতিস্মারক

মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ পুলিশের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইন্স প্রাঙ্গণে ২০১৩ সালের ২৪ মার্চ ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিসৌধের পাশে জাদুঘরটির জন্য স্থায়ী ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
এ লক্ষ্যে যদি বীর পুলিশ মুক্তিযোদ্ধা বা তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পুলিশ সদস্যসহ দেশের সব সম্মানিত নাগরিকের কাছে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা-সংশ্লিষ্ট কোনো দলিল, সরঞ্জাম, আসবাব, স্মারক, চিঠিপত্র, ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যবহার্যসামগ্রী, অস্ত্র বা গোলাবারুদের অংশ, ডায়েরি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা স্মৃতিস্মারক অথবা বীর পুলিশ মুক্তিযোদ্ধা সম্পর্কিত কোনো তথ্য ইত্যাদি থেকে থাকে, তবে তা ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে’ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্মারকদাতার নাম বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে যথামর্যাদায় সংরক্ষণ করা হবে।
পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরত্বকে সমুন্নত রাখা ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমৃদ্ধকরণে সবার সহযোগিতা একান্ত কাম্য।
সার্বিক যোগাযোগের ঠিকানা :
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
রাজারবাগ পুলিশ লাইন্স
রাজারবাগ, ঢাকা।
ফোন : ০১৭১৩৩৯৮৩০০, ০১৭৪৪৭৯৪৮৩