রূপের যত্নে কফি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/05/photo-1441434819.jpg)
কফি সৌন্দর্যচর্চায় বেশ কার্যকরী। ছবি : বোল্ডস্কাই
আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেই এক পেয়ালা কফিতে চুমুক দিয়ে দিন শুরু করেন। কাজের ফাঁকে, একান্ত নিরিবিলি সময়ে, আড্ডাতে কফি হলে বেশ জমজমাট হয়ে যায়। শুধু তাই না, সৌন্দর্যর চর্চাতেও কফির ভূমিকা রয়েছে বৈকি। জেনে নিতে পারেন রূপচর্চায় কফির উপকারিতা।
ত্বক ও চুলের যত্ন নিয়মিত কফির গুঁড়া ব্যবহার করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চুল পড়া কমায় এবং চেহারায় বার্ধক্যের ছাপ দূর করে। বোল্ডস্কাই ওয়েবসাইটে সৌন্দর্যচর্চায় কফির গুণাগুণের কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-
- কফির গুঁড়োর সঙ্গে টি-ট্রি-অয়েল মিশিয়ে পুরো শরীরে ম্যাসাজ করুন। এটি ত্বকে অ্যান্টি-এইজিংয়ের কাজ করে। এটি আপনার চেহারায় বার্ধক্যের ছাপ দূর করতে সাহায্য করে।
- কফির গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। এরপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে।
- কফির গুঁড়ো দিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। এতে চুলের গোড়া শক্ত হবে এবং মাথার তালু পরিষ্কার হবে। আর চুল পরা অনেকাংশে কমে যাবে।
- ক্যাফেইন চোখের ফোলা ভাব দূর করে। রাতে ঘুমানোর আগে কফির গুঁড়ো সামান্য পানিতে মিশিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, চোখের ফোলা ভাব দূর হবে। ক্যাফেইন সমৃদ্ধ ক্রিমও ব্যবহার করতে পারেন।
- অনেক সময় আমাদের ত্বক কুঁচকে যায়। নিয়মিত কফির প্যাক মুখে লাগালে ত্বকে টানটান ভাব আসে এবং ত্বক নরম ও মসৃণ হয়।
- শরীরের বিভিন্ন ফাটা দাগ দূর করে কফি। কয়েক ফোঁটা নারিকেল তেলের সঙ্গে কফির গুঁড়া মিশিয়ে ফাটা জায়গাগুলোতে ম্যাসাজ করুন। দেখবেন, ধীরে ধীরে ফাটা দাগের সমস্যার সমাধান হবে।