জেন্টল পার্কে ৬০ শতাংশ ছাড়

ঈদ ও পূজা উপলক্ষে জেন্টল পার্কে বিশেষ ছাড়। ছবি : সংগৃহীত
আসছে ঈদ আর পূজার আনন্দকে আরো বাড়িয়ে দিতে জেন্টল পার্ক তাদের সব আউটফিটে দিচ্ছে হ্যাপি অফার। এই অফারে শখের পোশাকটি ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৬০ ভাগ ছাড়ের সুযোগ। পাশাপাশি জেন্টল পার্ক জুনিয়র, জেন্টল পার্ক ওমেন- কো-ব্র্যান্ডটিতে থাকছে ডিজাইন ভেদে বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধাও।
মূলত, উৎসবের রঙে রাঙাতে কেনাকাটার এই হ্যাপি অফার চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর। তাই ডোর টু ডোর সেবায় ডিসকাউন্ট পেতে যেতে পারেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, খুলনার আউললেটগুলোতে।
নতুন পোশাকের খোঁজসহ বিস্তারিত জানা যাবে ফেসবুকের এই ঠিকানায়-