চার ধাপে ত্বকে টমেটো ব্যবহার করুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/29/photo-1443514093.jpg)
টমেটো কি ত্বকের জন্য ভালো? হ্যাঁ, অবশ্যই। ত্বক বিশেষজ্ঞরা বলেন, টমেটো ত্বককে সুস্থ রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এমনকি ত্বকের বলিরেখা দূর করতেও টমেটো বেশ কার্যকর।
আর এ কারণেই অনেকে নিয়মিত ত্বকে টমেটোর রস ব্যবহার করেন। যদি আপনি চেহারার বার্ধক্যের দাগ সহজেই দূর করতে চান, তাহলে অবশ্যই ত্বকে টমেটোর রস লাগান। কী উপায়ে টমেটোর রস মুখে লাগালে বেশি কার্যকর হয়, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে। জেনে নিন, কীভাবে মুখে টমেটোর রস লাগাবেন।
ধাপ-১
দুই থেকে তিনটি টমেটো কেটে রস বের করে নিন। এ ক্ষেত্রে পাকা টমেটো বেছে নিন। যদি আপনার মুখে ব্রণ থাকে, তাহলে টমেটো স্লাইস করে কেটে নিয়ে সরাসরি মুখে ঘষুন। এতে ভালো ফল পাবেন।
ধাপ-২
টমেটোর রস প্রথমে মুখে লাগান। মুখে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ম্যাসাজ করে টমেটোর রস লাগান।
ধাপ-৩
এবার অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন। স্পর্শকাতর ত্বকে এ সময়ে মুখে চুলকানি হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এ ধরনের অ্যালার্জির সমস্যা থাকলে চুলকানোর সঙ্গে সঙ্গেই মুখ ধুয়ে ফেলুন। টমেটোর রস অল্প সময় থাকলেও ত্বকের জন্য উপকারী।
ধাপ-৪
ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর মুখে ময়েশ্চারাইজার লাগান। দেখবেন, আপনার ত্বক টানটান হয়ে যাবে।
প্রতি সপ্তাহে একদিন টমেটোর রস এভাবে মুখে লাগান। এতে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত।