চুল পড়া রোধে আপেলের রস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/06/photo-1444116768.jpg)
আপেলের রস চুলের জন্য বেশ উপকারী। ছবি : বোল্ডস্কাই
নির্দিষ্ট বয়সের পর অনেকেই চুল পড়া সমস্যায় ভুগে থাকেন। আর এ জন্য নামি দামি সব ব্র্যান্ডের প্রসাধনী কিনে অযথা টাকাও নষ্ট না করে আপেলের রস ব্যবহার করুন। কারণ আপেলের রস চুলের বিভিন্ন সমস্যার সমাধানে বেশ কার্যকরী। আপেল পেস্ট করে নিয়ে এর সঙ্গে গোলাপজল মিশিয়ে চুলে লাগান। আপনি চাইলে চুলের সমস্যা অনুযায়ী আরো নানা ধরনের উপাদান আপেলের পেস্টের সঙ্গে মেশাতে পারেন। আপেলের পুষ্টিগুণ আপনার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে। আর যাদের চুলের রং বাদামি তাদের চুলের জন্য আপেলের রস বেশ উপকারী।
চুলের যত্নে আপেলের রস কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই ডটকম।
- আপেল পেস্ট করে চুলের গোড়ায় লাগান। আপেলের ম্যালিস এসিড মাথার ত্বকের মরা কোষ দূর করে। সপ্তাহে অন্তত দুদিন এভাবে মাথার ত্বকে আপেলের পেস্ট ব্যবহার করুন। দেখবেন, ধীরে ধীরে খুশকি একদমই দূর হয়ে যাবে।
- আপেলের পেস্টের সঙ্গে মেহেদির রস ও এক চা চামচ চায়ের পানি মিশিয়ে তেলের মতো করে চুলে লাগান। এক ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষভাব দূর হবে এবং প্রাণবন্ত হবে।
- আপেলে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে যা চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। শেম্পু করার পর ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে আপেল সিডার চুলে লাগান। প্রতি সপ্তাহে এই মিশ্রণটি চুলে ব্যবহার করুন। এতে চুল পড়া অনেকটা কমে যাবে।
- চুলের গোড়ায় আপেলের রস ব্যবহার করুন। ২০ মিনিট ম্যাসাজ করুন। এবার ভালো করে চুলে অলিভ অয়েল মাখুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের গোড়াকে মজবুত ও শক্ত করতে সাহায্য করবে।
চুল প্রকৃতিগতভাবেই বাড়ে। তবে যদি আপনি নিয়মিত চুলে মধুর সঙ্গে আপেলের রস মিশিয়ে লাগান তাহলে অনেক দ্রুত নতুন চুল গজাবে এবং ঘন হবে।