মুখে ম্যাসাজ করলে কী হয়?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/12/photo-1444648776.jpg)
ম্যাসাজ ত্বকের জন্য খুবই উপকারী। ছবি : সংগৃহীত
ফেসিয়াল আমরা কমবেশি সবাই করে থাকি। ফেসিয়ালে ক্রিম লাগানোটা মুখ্য না। আসল উদ্দেশ্য হলো, মুখের ম্যাসাজ। এই ম্যাসাজ ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে। মুখের অতিরিক্ত মোটা ভাব কমায়। মুখের ত্বকে ম্যাসাজের কার্যকারিতা সম্বন্ধে জানতে চাইলে জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
- ম্যাসাজের কারণে ত্বক উজ্জ্বল হয়। নিয়মিত ম্যাসাজে ত্বক সুস্থ থাকে। সব সময় মনে রাখবেন, সুস্থ ত্বক দেখতে আকর্ষণীয় হয়।
- বয়সের কারণে ধীরে ধীরে মুখে বলিরেখা পড়ে। ত্বকে কোলাজেনের ঘাটতির কারণে এমনটা ঘটে। ম্যাসাজ ত্বকে কোলাজেন উৎপন্ন করে। যার ফলে ত্বকের বলিরেখা সহজেই দূর হয়।
- বয়স হতে থাকলে মুখের ত্বক ঝুলে যেতে শুরু করে। ম্যাসাজের কারণে মুখের ত্বক টানটান হয়। যার ফলে ত্বক দেখতে ভালো লাগে।
- ম্যাসাজের কারণে ত্বকের ব্রণ দূর হয়। যা ক্রিম দিয়েও দূর করা সম্ভব হয় না।
- মুখে প্রসাধনী ব্যবহার না করে নিয়মিত ম্যাসাজ করুন। এতে আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ ও প্রাণবন্ত।