পুরস্কার পেলেন রূপচর্চাবিষয়ক কুইজের বিজয়ীরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/15/photo-1444915899.jpg)
এনটিভি অনলাইনের নিয়মিত রূপচর্চাবিষয়ক কুইজের উত্তর দিয়ে পুরস্কার পেয়েছেন তিন গ্র্যান্ড বিজয়ী। ওমেন্স ওয়ার্ল্ড ও এনটিভি অনলাইন আয়োজিত এই কুইজের তিন গ্র্যান্ড বিজয়ীকে আজ বৃহস্পতিবার পুরস্কার দেওয়া হয় এনটিভি অনলাইনের কার্যালয়ে। এর আগে চার দফায় অপর ২০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এনটিভি অনলাইনে রূপচর্চাবিষয়ক কুইজ চলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। টানা ২০ দিন কুইজ প্রতিযোগিতাটি চলে। ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলমের একটি বিউটি টিপসের ওপর ভিত্তি করে তিনটি প্রশ্ন দেওয়া হয়। কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পাঁচদিনে লটারির মাধ্যমে পাঁচজনকে বিজয়ী করা হয়। প্রতি বিজয়ীকে ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে ৫০০ টাকার গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়। আর ২০ দিনে চারটি ধাপে অনুষ্ঠিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে তিনজনকে গ্রান্ড বিজয়ী করা হয়। ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে গ্রান্ড বিজয়ীদের রূপচর্চার বিভিন্ন সামগ্রী ও গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম ও হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওমেন্স ওয়ার্ল্ডের হেড অব এক্সিকিউটিভ সুমাইয়া সুলতানা, এনটিভি অনলাইনের মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রুহুল আমিন রনি, মার্কেটিং বিভাগে জ্যেষ্ঠ নির্বাহী তানজানিয়া ফেরদৌসী দিশা ও মো. আবু নাসিম।
এনটিভি অনলাইনের রূপচর্চা বিষয়ক কুইজের প্রথম গ্রান্ড বিজয়ী হয়েছেন ঢাকার বাসিন্দা মোহসিনা আক্তার সেতু। তিনি ফারজানা শাকিল'স বিউটি সেলুনে কর্মরত রয়েছেন। সেতু এনটিভি অনলাইনকে বলেন, ‘মূলত ইমেইলের মাধ্যমে আমি এই কুইজের কথা জানতে পারি। আর মেকআপের প্রতি সবসময়ই আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে। তাই এনটিভির রুচচর্চাবিষয়ক এই কুইজে অংশগ্রহণ করেছি। বলতে গেলে, এনটিভি অনলাইনে প্রকাশিত ফারনাজ আলমের প্রতিটি মেকআপই আমি নিজে করার চেষ্টা করেছি। আমার ভীষণ পছন্দ তাঁর করা মেকআপ। আশা করছি, আমি আবারও এই কুইজে অংশগ্রহণ করব।’
এনটিভি অনলাইনের রূপচর্চাবিষয়ক কুইজের দ্বিতীয় গ্র্যান্ড বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ার শামীমা তাজরীন প্রান্তি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএর এই ছাত্রীর নিজের মেকআপের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। কিন্তু অন্যের মেকআপ দেখতে ও শিখতে ভীষণ পছন্দ করেন। প্রান্তি এনটিভি অনলাইনকে বলেন, ‘এবারই প্রথমবারের মতো অনলাইনের কোনো কুইজে অংশগ্রহণ করেছি। পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। আর এনটিভির এই রূপচর্চাবিষয়ক কুইজ থেকে মেকআপ সম্বন্ধে অনেক কিছু শিখতে পেরেছি।’
সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অধ্যয়নরত নিলুফা ইসলাম হয়েছেন এনটিভি অনলাইনের রূপচর্চাবিষয়ক কুইজের তৃতীয় গ্র্যান্ড বিজয়ী। পুরস্কার পাওয়ার পর এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমি এই কুইজ সম্বন্ধে জেনেছি। এই বিভাগের প্রত্যেকটি মেকআপ আমার ভালো লেগেছে। আর ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে গেলে ফারনাজ আলমের করা পিঙ্ক স্মোকি লুকটা করার চেষ্টা করব।’
এনটিভি অনলাইনে প্রতি রোববার রূপচর্চাবিষয়ক একটি নতুন মেকআপ প্রকাশ করা হবে। আর এনটিভি অনলাইনে ঘোষণার মাধ্যমে পরবর্তী কুইজের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।