ব্রণ থাকলে কীভাবে শেভ করবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/25/photo-1445774536.jpg)
ব্রণ থাকলে বেশ সাবধানে সহজ উপায়ে শেভ করুন। ছবি : সংগৃহীত
যখন আপনার স্পর্শকাতর ত্বকে কোনো প্রসাধনী বা পণ্য ব্যবহার করেন, তখন এমন কিছু ব্যবহার করবেন যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর না হয়। অনেক পুরুষেরই ব্রণের সমস্যা থাকে। আর ব্রণ থাকা অবস্থায় শেভ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। ব্রণের সমস্যা থাকলে কীভাবে শেভ করবেন সে সম্বন্ধে বোল্ডস্কাই ওয়েবসাইটে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন ব্রণ থাকলে কোন উপায়ে শেভ করা নিরাপদ।
- শেভ করার আগে স্ক্রাব দিয়ে মুখে ম্যাসাজ করুন। এতে মুখের ত্বক নরম হবে এবং মরা কোষ দূর হবে। এর ফলে শেভ করলে ত্বকে জ্বালাপোড়া করবে না।
- শেভ করার আগে অলিভ অয়েল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করে নিন। এতে ত্বক নরম হবে এবং ব্রণ থাকলে স্মুথলি শেভ করতে পারবেন। ব্রণ কেটে যাওয়ার আশঙ্কা থাকবে না।
- গোসলের পর শেভ করা ভালো। আর সব সময় সিঙ্গেল ব্লেডের রেজার দিয়ে শেভ করুন। এতে ব্রণ কেটে রক্ত বের হবে না। দু-তিনটা ব্লেডযুক্ত রেজার দিয়ে শেভ করলে দাড়ি কাটার জন্য টান দিলে, দাড়ি কাটার পর ব্রণ কাটার আশঙ্কা থাকে। তাই শেভের জন্য সিঙ্গেল ব্লেডওয়ালা রেজার ব্যবহার করুন।
- শেভিং ফোমের থেকে শেভিং জেল ব্যবহার করা ভালো। গোসলের পর কিছুক্ষণ মুখে শেভিং জেল মেখে রাখুন। এরপর হালকাভাবে শেভ করুন। দেখবেন খুব সহজেই ব্রণ না কেটে দাড়ি শেভ হয়ে যাবে।
- শেভ করার পর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে ত্বক খসখসে হওয়ার আশঙ্কা থাকবে না।