মেকআপ তুলুন চার ধাপে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/27/photo-1445941362.jpg)
মেকআপ তোলার জন্য সবচেয়ে ভালো উপায় হলো অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে মেকআপ পুরোপুরি উঠে যায় এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যাঁদের শুষ্ক ত্বক তাঁরা অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিলিয়ে নিতে পারেন। তিন চা চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে মুখে লাগান। এতে মেকআপ তোলার পর ত্বক আর শুষ্ক হবে না।
লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে অলিভ অয়েল দিয়ে কয়েকটি ধাপে মেকআপ তোলার পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, এক নজরে দেখে নিই কোন উপায়ে অলিভ অয়েল দিয়ে মেকআপ তুলবেন।
প্রথম ধাপ
প্রথমে হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে ভালো ভাবে ম্যাসেজ করুন। পুরো মুখে দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করুন।
দ্বিতীয় ধাপ
চোখের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এতে কাজল ও মাশকারা উঠে যাবে সহজেই।
তৃতীয় ধাপ
এবার একটি তুলার বলে গোলাপজল নিয়ে পুরো মুখ ভালো করে মুছে নিন। এতে বাড়তি মেকআপ তুলার সঙ্গে উঠে যাবে।
চতুর্থ ধাপ
এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। দেখবেন, আপনার মুখের মেকআপ পুরোপুরি উঠে যাবে এবং ত্বক রুক্ষ্ম হবে না।