ত্বক ফেটে যাচ্ছে? কী করবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/09/23/photo-1569203004.jpg)
ত্বক ফাটা একটি প্রচলিত সমস্যা। অনেক সময় ত্বক ফাটার সমস্যা বা শুষ্ক ত্বক থেকে বলিরেখা তৈরি হয়। ত্বকের ফাটা প্রতিরোধের উপায় জানিয়েছে বিউটি বিশেষজ্ঞ আফরোজা পারভিন।
আফরোজা পারভিন দেশীয় বিউটি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম। প্রায় ১০ বছর তিনি কাজ করছেন এ মাধ্যমে। তিনি এসএমএ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে সার্টিফাইড। তিনি রেড বিউটি স্টুডিও ও স্যালুনের স্বত্বাধিকারী। সৌন্দর্য পরামর্শক হিসেবে কাজ করছেন ডিবিসি নিউজ ও কালারস এফএমে। তিনি ‘উজ্জ্বলা’রসহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
উপাদান
১. একটি ডিমের কুসুম
২. জলপাইয়ের তেল
যেভাবে তৈরি করবেন
একটি ডিমের কুসুম ভালোভাবে ফেটে নিন। এই কুসুমটি শুষ্ক ত্বককে মসৃণ করতে কাজ করে। তবে এটি ব্যবহার করার পরে আমাদের অবশ্যই জলপাইয়ের তেল ব্যবহার করতে হবে।
ডিমের কুসুম ব্যবহার করার পর ভালো করে ফেসওয়াস ব্যবহার দিয়ে ধুয়ে জলপাইয়ের তেল মেখে রেখে দেবেন। এতে ত্বক মসৃণ ও নরম হয়ে যাবে।