চুল গজাতে অ্যালোভেরার তেল তৈরির উপায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/09/23/photo-1569240355.jpg)
চুল পড়া বর্তমানে একটি অতি প্রচলিত সমস্যা। তবে দিনে ১০০ থেকে ১৫০টি চুল পড়া স্বাভাবিক। এর থেকে বেশি পড়লেই সমস্যা।
যাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে বা চুল পাতলা, তাঁরা অ্যালোভেরার তেল ব্যবহার করতে পারেন। এই তেল চুল গজাতে বেশ সাহায্য করে। চুল গজাতে অ্যালোভেরার তেল তৈরির উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।
অ্যালোভেরার তেল তৈরির উপায়
উপাদান
১. দুটি অ্যালোভেরার পাতা
২. তিন থেকে চার টেবিল চামচ নারকেল তেল
যেভাবে তৈরি করবেন
প্রথমে অ্যালোভেরা কেটে নিন। এগুলো একটি কাচের বোলের মধ্যে রাখুন। এবার একটি প্যানের মধ্যে পানি নিয়ে সেদ্ধ করুন। প্যান চুলায় থাকা অবস্থায় কাচের বোলটি এর ওপর রাখুন। এবার এর মধ্যে চার টেবিল চামচ নারকেল তেল দিন। একে ভালোভাবে নাড়ুন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ঠাণ্ডা করুন।
এবার আরেকটি বোল নিন। এর পর এর মধ্যে তেলটি ছেঁকে নিন। তেলটি স্কাল্প ও চুলে মাখুন। ৪০ মিনিট থেকে এক ঘণ্টা এভাবে রাখার পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।