ক্যাটস আইয়ে লেয়ারিং পোশাক

শীতে ক্যাটস আইয়ে নতুন পোশাক। ছবি : ক্যাটস আই
লাইফস্টাইল স্টোর ক্যাটস আই শীত উপলক্ষে এনেছে লেয়ারিং পোশাক। কারণ শীতের শুরুতে একমাত্র ভরসা রংচঙা লেয়ারিং পোশাক।
ক্যাটস আইয়ের হালকা শীতের পোশাকগুলোয় গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে ফেব্রিকসহ আউটার লুকে থাকছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। পাশাপাশি কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে শুধুই পুরুষদের জন্য ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং।
তাই পছন্দের পোশাকের খোঁজসহ লাইফস্টাইলের সর্বশেষ আপডেট জানতে ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/CatsEyeLtd?fref=ts ঠিকানায়।