৩ ভুল চুলের ক্ষতি করে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/10/25/photo-1572013172.jpg)
সুন্দর, স্বাস্থ্যকর চুল সবারই কাম্য। তবে ভালো করতে গিয়ে আমরা অনেক সময় খারাপ করে ফেলি। চুলের ক্ষেত্রে কিছু ভুল রয়েছে, যেগুলো আমরা হরহামেশাই করে থাকি। আর এগুলো চুলকে ক্ষতিগ্রস্ত করে তোলে।
চুলের ক্ষতি করে এমন কিছু ভুলের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
১. ভেজা চুলে আঁচড়ানো
ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। ভেজা চুল খুব দ্রুত ঝরে পড়ে। এ ছাড়া এ রকম চুল নিয়ে ঘুমাবেনও না। এতে চুল ভেঙে পড়ার আশঙ্কা থাকে।
২. অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়া
অতিরিক্ত গরম পানি ব্যবহারে স্ক্যাল্প শুষ্ক হয়ে পড়ে। এতে প্রাকৃতিক তেল চলে যায়। গরমের সময় ঠাণ্ডা পানি দিয়ে আর শীতে হালকা গরম পানি দিয়ে চুল ধোয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
৩. ঘুমের সময় আঁটসাঁট করে বাঁধা
এ ছাড়া ঘুমের সময় চুল খুব আঁটসাঁট করে বাঁধাও চুল ভঙ্গুর হয়ে পড়ার অন্যতম কারণ। ঘুমের সময় রাবার ব্যান্ড দিয়ে হালকা করে চুল বাঁধুন। এ সময় পনি টেল বা টপ নটস করতে পারেন।