ফারনাজ আলম মেকওভার
গোল্ডেন স্মোকি লুক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/22/photo-1448173750.jpg)
পার্টি বলে কথা! স্মোকি লুক তো হতেই হবে। সে সঙ্গে কালো আর সোনালি রঙের মিশ্রণ। ঘরে বসেই ঝটপট সেরে ফেলুন মেকআপটা। ভাবছেন, কীভাবে এই মেকআপ করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে গোল্ডেন স্মোকি লুকের খুঁটিনাটি বিষয় এবং প্রতিটি ধাপ নিজ হাতে করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এর পর লন্ডনের নর্থ আম্বরিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেন, যা ২০১১ সালে শেষ করেন। বর্তমানে মায়ের প্রতিষ্ঠানে ডিরেক্টরের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
প্রতি সপ্তাহের রোববার এনটিভি অনলাইনের জীবনধারা বিভাগে কীভাবে মেকআপ করবেন, তাঁর প্রতিটি ধাপ-নির্দেশনা এবং ছবির গ্যালারির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। প্রতিটি পর্বে ফারনাজ আলম নিজেই নিজের মেকআপ করে দেখাচ্ছেন। আজকে ফারনাজ আলম গোল্ডেন স্মোকি লুকের মেকআপ করে দেখিয়েছেন। খুব সহজে বাসায় বসে ফারনাজ আলমের নিজের হাতে করা মেকআপের ধাপগুলো দেখে শিখে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। ধাপগুলো শিখতে হলে ওপরে ছবির গ্যালারিতে ক্লিক করুন।