বেকিং সোডা কি চুলের রং দূর করে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/28/photo-1448700408.jpg)
অনেক সময় শখের বশে আমরা চুলে কালার বা রং করে থাকি। কিন্তু করার পর দেখি, রংটা খুব বেশি চুলে ভালো লাগছে না। তখনই হয় বিপদ। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই। কারণ, সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, বেকিং সোডা চুলের রং সহজেই দূর করে দেয়। এক মাসের মধ্যে অন্তত তিনবার বেকিং সোডা মাথায় ব্যবহার করলে চুল আবার আগের মতো হয়ে যাবে।
লাইফস্টাইল-বিষয়ক বোল্ডস্কাই ওয়েবসাইটে বেকিং সোডা কীভাবে চুলের রং দূর করে, সে সম্বন্ধে কয়েকটি ধাপ দেওয়া হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
প্রথম ধাপ
প্রথমে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। খুশকি দূর করার শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। শ্যাম্পু দিয়ে চুল ভালো করে পরিষ্কার করে নিন।
দ্বিতীয় ধাপ
একটি বাটিতে সমপরিমাণ বেকিং সোডা ও পানি মিশিয়ে নিন। এমনভাবে মিশিয়ে নিন, যাতে দানা দানা না থাকে।
তৃতীয় ধাপ
এবার এই মিশ্রণ দিয়ে মাথার ত্বক ভালোভাবে ম্যাসাজ করে নিন। হালকাভাবে পুরো চুলে মিশ্রণটি ভালো করে লাগান।
চতুর্থ ধাপ
বেকিং সোডার মিশ্রণ মথায় ভালো করে শুকিয়ে নিন। যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে চুলকানোর সঙ্গে সঙ্গে মাথা ধুয়ে ফেলুন।
পঞ্চম ধাপ
১৫ মিনিট পর চুল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এর পর আবারো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
ষষ্ঠ ধাপ
এবার চুলে মাইল্ড কন্ডিশনার মেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। মাথার ত্বকে কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই।
পরামর্শ
১. চুলে রং করার পর অন্তত তিন দিন অপেক্ষা করুন। এর পর চুলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন।
২. বেকিং সোডা রং দূর করার পাশাপাশি চুলের অন্যান্য সমস্যারও সমাধান করে। মাথার ত্বকের ইনফেকশনও বেকিং সোডা দূর করে সহজেই।
৩. বেকিং সোডা ব্যবহারের পর চুলে অবশ্যই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। কারণ, বেকিং সোডা চুলকে রুক্ষ ও শুষ্ক করে ফেলে। এ সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে চুল নরম ও মসৃণ থাকবে।