নতুন শাখা নিয়ে বনানীতে আলভিরা’স বিউটি কেয়ার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/06/photo-1449403438.jpg)
বিস্তৃত হলো সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান আলভিরা’স বিউটি কেয়ারের পরিসর। রাজধানীর ধানমণ্ডি এবং চট্টগ্রামের গোলপাহাড় ও খুলশির পর এবার বনানীতে খোলা হলো আলভিরা’সের নতুন শাখা।
গত শুক্রবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির বনানী শাখার উদ্বোধন করেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন এবং আলভিরা’স বিউটি কেয়ারের কর্ণধার রেজওয়ানা তাসলিম।
উদ্বোধন উপলক্ষে এ মাসে আলভিরা’স বিউটি কেয়ারে আসা সব গ্রাহককে বিনামূল্যে মেম্বারশিপ কার্ড দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
স্পা ফেসিয়াল, স্পা বডি ম্যাসেজ, ডিলাক্স মেনিকিওর ও পেডিকিওর, এক্সক্লুসিভ ব্রাইডাল ও পার্টি মেকাপ, যেকোনো ধরনের চুলের কাট ও রং, ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ফেসিয়ালসহ সব ধরনের সেবা দেওয়া হবে নারীদের সৌন্দর্য চর্চার এই প্রতিষ্ঠানে।
আলভিরা’স বিউটি কেয়ারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের চারটি শাখায় উন্নত মানের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি বদ্ধ পরিকর।