ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার কেন লাগাবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/18/photo-1450432274.jpg)
ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার লাগানো ত্বকের জন্য ভালো। ছবি : সংগৃহীত
ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার লাগানো ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞরা মনে করেন, শুধু মেকআপই না, ময়েশ্চারাইজারও ব্রাশ দিয়ে লাগানো উচিত। আমরা সচরাচর হাতের আঙুল দিয়েই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করি। কিন্তু এ ক্ষেত্রে আমরা যদি ব্রাশ ব্যবহার করি, তাহলে তা আমাদের হাত ও মুখের ত্বক দুটোর জন্যই ভালো। আরো কী কী কারণে ব্রাশ দিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগানো ভালো, সে বিষয়ে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইতে।
- হাতের আঙুলের পরিবর্তে আপনি যখন ব্রাশ দিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগাবেন, তখন এই ক্রিম বা লোশন মসৃণভাবে পুরো মুখে ঢেকে দেবে। হাতের আঙুল দিয়ে দিলে কোথাও পরিমাণ কম, আবার কোথাও বেশি হতে পারে।
- হাতের আঙুল দিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগালে চোখের মেকআপ বা ঠোঁটের লিপস্টিক নষ্ট হতে পারে। তাই মেকআপ ঠিক রাখতে চাইলে ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার লাগান।
- ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার লাগালে আইব্রোতে লাগার আশঙ্কা থাকে না। না হলে আইব্রো পেনসিল ব্যবহারের সময় ময়েশ্চারাইজারের কারণে এর রং গাঢ় হতে চায় না।
- ব্রাশ ব্যবহারের কারণে ব্রণের ওপর ময়েশ্চারাইজার লাগে না। এর ফলে ব্রণের জীবাণু মুখের ত্বকে ছড়ায় না।
- হাতে অনেক ময়লা-জীবাণু থাকে। তাই হাত দিয়ে মুখের ত্বকে কিছু ব্যবহার না করাই ভালো। সুস্থ ত্বকের জন্য সব সময় ব্রাশ দিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগান।
- ব্রাশ ম্যাসাজ ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে। তাই নিয়মিত ব্রাশ দিয়ে ময়েশ্চারাইজার লাগানো মসৃণ ত্বকের জন্য জরুরি।