শিমার লিপস্টিক ও লিপগ্লস বানানোর সহজ উপায়

শিমার লিপস্টিক বা লিপগ্লস কমবেশি সবারই পছন্দ। বিশেষ করে শীতের দিনে এর প্রচলন একটু বেশিই। কিন্তু বাজারে যেসব শিমার লিপস্টিক বা লিপগ্লস পাওয়া যায়, তাতে রাসায়নিক দ্রব্য মেশানো থাকে। এই ক্ষতিকর দ্রব্য ঠোঁটকে কালো করে দেয়। আর ঠোঁটে ব্যবহারের কারণে খাবারের সঙ্গে এগুলো আমাদের পেটে চলে যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে নিজেই শিমার লিপস্টিক ও লিপগ্লস তৈরি করে নিন। ঘরে তৈরি এসব প্রসাধনী ব্যবহারে আপনার ঠোঁট হবে নরম ও উজ্জ্বল।
কীভাবে বাসায় বসে নিজেই শিমার লিপস্টিক ও লিপগ্লস তৈরি করবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
শিমার লিপস্টিক তৈরিতে কী কী লাগবে
দুই টেবিল চামচ নারকেল তেল, তিন টেবিল চামচ মোম, দুই টেবিল চামচ শিয়া বাটার অথবা কোকো বাটার, কয়েক ফোঁটা রোজ অয়েল বা ল্যাভেন্ডার অয়েল এবং সামান্য মিকা পাউডার। (শিয়া বাটার অথবা কোকো বাটার, রোজ অয়েল বা ল্যাভেন্ডার অয়েল ও মিকা পাউডার যেকোনো সুপারশপে কিনতে পাওয়া যায়)
কীভাবে শিমার লিপস্টিক তৈরি করবেন
প্রথমে একটি প্যানে নারকেল তেল, শিয়া বাটার অথবা কোকো বাটার ও মোম একসঙ্গে গরম করুন। সব উপকরণ গলে গেলে চুলা থেকে নামিয়ে শিমার পাউডার (মিকা পাউডার) ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এবার হাতের ত্বকের ওপর রেখে এর রং পরীক্ষা করে নিন। এরপর এ মিশ্রণ একটি লিপগ্লসের বোতলে ঢেলে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল শিমার লিপস্টিক।
শিমার লিপগ্লস তৈরির উপকরণ
এক চা চামচ নারকেল তেল, এক চা চামচ কোকো বাটার, এক চা চামচ আমন্ড অয়েল, চার ফোঁটা ভিটামিন-ই তেল, পাঁচ ফোঁটা পিপারমিন্ট তেল ও শিমার পাউডার।
কীভাবে শিমার লিপগ্লস তৈরি করবেন
নারকেল তেল, কোকো বাটার, আমন্ড অয়েল, ভিটামিন-ই তেল ও পিপারমিন্ট তেল একসঙ্গে মিশিয়ে গরম করুন। ছয় মিনিট পর চুলা থেকে নামিয়ে এর সঙ্গে শিমার পাউডার মিশিয়ে পুরোনো একটি গ্লসের বোতলে ভরে রাখুন। দুই মাস পর্যন্ত এই লিপগ্লস ভালো থাকবে।