ছয়টি প্যাকে এক নিমেষেই উজ্জ্বল ত্বক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/22/photo-1450794252.jpg)
শীতের সময় ত্বক অনেক বেশি কালচে হয়ে যায়। তাই এ সময় ত্বককে উজ্জ্বল করতে কয়েকটি প্যাক ব্যবহার করুন। এই প্যাক ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে। কোন প্যাকগুলো ত্বককে এক নিমেষেই উজ্জ্বল করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
পেঁপে ও মধু
পেঁপে ও মধু দুটোই ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। দুই টুকরো পেঁপের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার ময়েশ্চারাইজার লাগান।
ওটমিল ও দুধ
ওটমিল ত্বককে মসৃণ করে আর দুধ ত্বক পরিষ্কার ও আর্দ্রতার জন্য খুবই জরুরি। সমান পরিমাণে ওটমিল ও দুধ মিশিয়ে প্যাকের মতো করে মুখে লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী।
গোলাপের পাপড়ি ও দুধ
কয়েকটা গোলাপের পাপড়ির সঙ্গে দুই চা চামচ দুধ মিশিয়ে ভালো করে বেটে নিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার মুখে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি, দুধ ও অলিভ অয়েল
দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মধু ও লেবুর রস
সমান পরিমাণে মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, মুখ সঙ্গে সঙ্গেই উজ্জ্বল হয়ে যাবে।
কমলার রস ও মধু
দুই চা চামচ কমলার রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে চাইলে নিয়মিত এই প্যাক ব্যবহার করুন।