তিন উপায়ে উজ্জ্বল ত্বক মাত্র ১৫ দিনেই!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453789690.jpg)
ঘরোয়া উপায়ে ত্বক উজ্জ্বল করে চেহারার জৌলুশ ধরে রাখুন। ছবি : সংগৃহীত
এমন অনেকেই আছেন যাঁদের বয়স অনেক কম, কিন্তু দেখতে বয়স্ক লাগে। বলিরেখা, কুচকে যাওয়া, ত্বক ঝুঁলে যাওয়া বয়স্ক দেখার প্রধান লক্ষণ। অনেকের ত্বক সবসময়ই রুক্ষ এবং কালচে লাগে। এগুলো সাধারণত সূর্যের ক্ষতিকর রশ্মি ও রাসায়নিক দ্রব্যের কারণে হয়ে থাকে। তাই নিয়মিত কিছু পরিচর্যা করুন যা আপনার চেহারার বয়সের ছাপ দূর করে ত্বককে করবে উজ্জ্বল ও মসৃণ।
মাত্র ১৫ দিনেই চেহারার বয়সের ছাপ দূর করে কীভাবে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
- পাঁচ কাপ গরম পানির মধ্যে এক চা চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক টেবিল চামচ মধু ও ৪ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট স্টিম নিন। স্টিম নেওয়ার সময় তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। এই গরম ভাব দেওয়ার কারণে ত্বকের লোমকূপের মুখ খুলে যাবে। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে ত্বক হবে মসৃণ। মধু লোমকূপের মধ্যে প্রবেশ করে ত্বকে পুষ্টি জোগায় আর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে পরিষ্কার করে। নিয়মিত এই স্টিম নিলে ত্বকের বলিরেখা ও কালচে ভাব দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল।
- একটি ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ ওটমিল ও আধা চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার এক টুকরা লেবু দিয়ে পাঁচ মিনিট মুখ ম্যাসাজ করুন। এটি ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এই প্যাক ব্যবহারের পর লেবু দিয়ে ঘষলে ত্বকে গোলাপি আভা তৈরি হয়। এর ফলে বয়সের ছাপ দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়।
- ভিটামিন ই তেল বলিরেখা দূর করে ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি জোগায়। নিয়মিত সামান্য গোলাপজলের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল নিয়ে মুখে ভালো ভাবে ম্যাসাজ করুন। চোখের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এটি ত্বকের জৌলুশ ধরে রাখবে এবং বলিরেখার সমস্যা দূর করবে।