তৈলাক্ত ত্বক থাকার পাঁচটি সুবিধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/28/photo-1430222899.jpg)
অনেকেই নিজের তৈলাক্ত ত্বক নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন, তৈলাক্ত ত্বক হওয়ার কতটা সুবিধা রয়েছে। না জেনে থাকলে আজই জেনে নিন। যে ত্বক নিয়ে আপনার এত আফসোস, সেই ত্বকেরই রয়েছে বেশ কয়েকটি ভালো গুণ।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় তৈলাক্ত ত্বক থাকার সুবিধার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে দেখে নিই তৈলাক্ত ত্বক থাকার সুবিধা কী কী :
চেহারায় বয়সের ছাপ পড়ার আশঙ্কা কম
শুষ্ক ত্বকে খুব তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়। কারণ রুক্ষতার কারণে ত্বক অনেক বেশি টানটান হয়ে যায়। ত্বকে বলিরেখা পড়ে অনেক সহজেই। কিন্তু যাদের ত্বক তৈলাক্ত তাদের এ ধরনের সমস্যা খুবই কম হয়। তেলতেলে ভাব থাকার কারণে ত্বকে বলিরেখা বা রিঙ্কেল পড়ে না। তাই চেহারায় বয়সের ছাপ পড়ের আশঙ্কা কম থাকে।
সব সময় ত্বক স্বাভাবিক উজ্জ্বল থাকে
যেকোনো পণ্য ব্যবহারের আগে ও পরে ত্বকে একটা উজ্জ্বল আভা থাকে। প্রাকৃতিকভাবেই ত্বক নরম এবং মসৃণ থাকে। তাই তৈলাক্ত ত্বক সব সময় উজ্জ্বল এবং প্রাণবন্ত থাকে।
প্রাকৃতিকভাবেই ত্বকে তেল নিঃসরণ হয়
তৈলাক্ত ত্বকের ভিতর থেকে প্রাকৃতিকভাবেই তেল নিঃসরণ হয়। যার ফলে ত্বক হয় স্বাস্থ্যোজ্জ্বল এবং নরম। তাই খুব বেশি ক্রিম ব্যবহার করতে হয় না ত্বক নরম এবং মসৃণ রাখার জন্য।
ত্বকে ময়েশ্চরাইজারের ঘাটতি থাকে না
প্রাকৃতিক তেলের কারণে ত্বকে ময়েশ্চরাইজার ব্যবহারের প্রয়োজন হয় না। ত্বক এমনতেই সুস্থ থাকে। এমনকি শীতের সময়ও মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও সমস্যা হয় না।
রক্ষণাবেক্ষণের ঝামেলা কম
এ ধরনের ত্বকে খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। কারণ ত্বক এমনিতেই প্রাকৃতিকভাবে সুন্দর লাগে। তাই পরিচর্যা বা মেকআপের খুব একটা ঝামেলা পোহাতে হয় না।
তাই তৈলাক্ত ত্বক নিয়ে আর আফসোস না করে একবার ভাবুন তো, শুষ্ক ত্বক হলে কত ভোগান্তি না হতো আপনার!